জোড়া খুনের মামলার আসামি সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে গত বুধবার থানার ভেতর বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালানো সেই ছাত্রলীগ নেতা রাসেল ইকবালকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন।
রাসেল বাঁশখালীর শীলকুপ ও মনসুরিয়া সীমান্ত এলাকার ছিদ্দিক আহমদের ছেলে রাসেল ইকবাল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসম্পাদক।
গত ২০ অক্টোবর বাঁশখালীর মনছুরিয়া বাজার এলাকায় পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আবদুল খালেক ও সুলতান মাহমুদ টিপু নিহত হন। এ ঘটনায় নিহত আবদুল খালেকের মা মমতাজ বেগম বাদী হয়ে গত বুধবার রাতে করা মামলায় গ্রেপ্তারকৃত রাসেল ইকবাল ওই মামলার ৪ নম্বর আসামি।
জেলা ছাত্রলীগের এই নেতা রাসেল ইকবাল ঘটনার সঙ্গে জড়িত নয় দাবি করলেও নিহতের পরিবারের দাবি, রাসেল ও তার লোকজনের হাতেই প্রকাশ্যে দিবালোকে আবদুল খালেক ও সুলতান মাহমুদ টিপু খুন হন।
এর আগে একইসঙ্গে এ মামলায় রাসেলের বাবা ছিদ্দিক আহমদকেও গ্রেপ্তার করেছে পুলিশ। বাবাকে ছাড়াতে এবং নিজেকে নির্দোষ দাবি করতেই থানায় ঢুকে রাসেল ইকবাল বিষপানে আত্মহত্যার চেষ্টা চালালেও তিনি প্রাণে বেঁচে যান। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি কামাল উদ্দীন বলেন, ‘রাসেল ইকবাল ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি পুলিশকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে থানায় ঢুকে আত্মহত্যার অভিনয় করলেও কাজ হয়নি। এই মামলায় আরো প্রমাণ সংগ্রহ ও তদন্ত চলছে।’
এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন বলেন, ‘আমাদের কমিটির সহসম্পাদক রাসেল ইকবাল থানার মধ্যে বিষপান করার চেষ্টা করেছিল বলে শুনেছি। বিষয়টি আমরা তো তদন্ত করে দেখব এবং এ বিষয়ে অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।’