জ্বর-কাশি হলেই নমুনা পরীক্ষার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

Looks like you've blocked notifications!
স্বাস্থ্য অধিদপ্তর। ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, ‘জ্বর, কাশি হলেই আপনারা নমুনা পরীক্ষা করতে দেবেন। এ ছাড়া যেকোনো লক্ষণ, উপসর্গ থাকলে অবশ্য নিকটস্থ নমুনা সংগ্রহ কেন্দ্রে গিয়ে নমুনা দেবেন এবং পরীক্ষা করাবেন। এই করোনাভাইরাসকে মোকাবিলা করার জন্য নমুনা পরীক্ষা করা অনেক বেশি জরুরি।’

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে নাসিমা সুলতানা এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘যত বেশি আমরা নমুনা পরীক্ষা করতে পারব, তত বেশি এই রোগ প্রতিরোধ করা সহজ হবে। কাজেই আপনারা এই রোগ গোপন করবেন না। জ্বর, কাশিকে সামান্য মনে করবেন না। জ্বর, কাশি হলেই আপনারা নমুনা পরীক্ষা করতে দেবেন।’

উপজেলা, জেলাসহ সব জায়গায় নমুনা পরীক্ষা করার ব্যবস্থা আছে জানিয়ে নাসিমা সুলতানা স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলার জন্য আহ্বান জানান।

এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ৩৬৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৬১১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৫৫ হাজার ১১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।