জ্বর-শ্বাসকষ্টে শ্রমিকের মৃত্যু, করোনা সন্দেহে ১৫ বাড়ি লকডাউন

Looks like you've blocked notifications!
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : এনটিভি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জ্বর ও শ্বাসকষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে—এমন সন্দেহে আশপাশের ১৫টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলার দক্ষিণ পলাশীকুড়ায় আবদুল আওয়াল নামের ওই শ্রমিক মারা যান।

জানা গেছে, তিন দিন ধরে আবদুল আওয়াল জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিলে উপজেলা প্রশাসন এলাকার ১৫টি বাড়ি লকডাউন করে।

এ ব্যাপারে সিভিল সার্জন এ কে এম আনোয়ারুল রউফ জানিয়েছেন, আজ সোমবার আইইডিসিআর থেকে মৃতের শরীরের নমুনা সংগ্রহ করতে আসবে। তারপর তাঁকে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে।