জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রত্যাহার চায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

Looks like you've blocked notifications!
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ এবং বর্ধিত মূল্য প্রত্যাহার করে দাম কমানোর দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আয়োজিত জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় দলটি।

সংগঠনের সহসভাপতি শ্যামল কুমার ভৌমিক বলেন, ‘সরকার রাষ্ট্র পরিচালনায় সাম্রাজ্যবাদী লগ্নি পুঁজির স্বার্থে দেশি বিদেশি ঋণ গ্রহণ করে মেগাপ্রকল্পের দ্বারা অবাধ লুটপাটের মাধ্যমে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। এরই মধ্যে ইউরিয়া সার কেজিতে ছয় টাকা ও ওষুধের দাম ১৩২ শতাংশ বৃদ্ধি করেছে সরকার।’

শ্যামল কুমার বলেন, ‘তেলের দাম বৃদ্ধির কারণে ইতোমধ্যে গণপরিবহণ ভাড়া বৃদ্ধিসহ কৃষিতে উৎপাদন খরচ বেড়েছে। যার প্রভাব পড়েছে জাতীয় জীবনের সব ক্ষেত্রেই। আন্তর্জাতিক বাজারে দাম কমার পরও সাম্রাজ্যবাদী সংস্থা আইএমএফের ঋণের শর্ত পূরণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। একইসঙ্গে বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি শ্যামল কুমার ভৌমিকের সভাপতিত্বে সহসাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি দলিলুর রহমান খানসহ অনেকে।