চট্টগ্রামে মন্ত্রিপরিষদ সচিব

‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার’

Looks like you've blocked notifications!
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ছবি : এনটিভি

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এ সময় বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ উপস্থিত ছিলেন।

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনও এভাবে দেশের সাপ্লাই চেইন বন্ধ হয়নি’ উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিশ্বে জ্বালানি তেলের দাম কমলে, অনেক দেশে কমে। আবার দাম বাড়লে বাড়ার প্র্যাকটিস আমাদের দেশে নেই।’

তবে, পরিস্থিতি বিবেচনা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এ ছাড়া আগামী নভেম্বরে কর্ণফুলী টানেল চালু এবং এটি বাংলাদেশের একটি মডেল হিসেবে চিহ্নিত হবে বলে জানান তিনি।