জয়পুরহাটে ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, পাঁচজন আটক
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আনোয়ার হোসেন (৪১) নামের এক ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িতে সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ী আনোয়ার হোসেন ক্ষেতলাল উপজেলার দাশড়া-সড়াইল গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, গতকাল রাতে আনোয়ার হোসেন মুনঝার বাজারে তাঁর ওষুধের দোকান থেকে দাশড়া-সড়াইল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বাড়ির অদূরে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে আক্রমণ করে এবং উপর্যুপরি ছুরিকাঘাতের পর গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
পরিবারের দাবি, ওই সময় আনোয়ারের কাছে থাকা ওষুধ বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে গেছে ঘাতকরা।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল থানায় নিয়ে যায় পুলিশ। পরে সেখান থেকে আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য এলাকার সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ।