জয়পুরহাটে কিশোরকে অপহরণের পর হত্যা

Looks like you've blocked notifications!
জয়পুরহাটের আক্কেলপুরে নিহত কিশোরের লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ। ছবি : এনটিভি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অপহরণের পর মুক্তিপনের টাকা দিতে না পারায় নাজমুল নামের এক কিশোরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। চারদিন পর আজ বুধবার সকালে উপজেলার বেলার গুমটি এলাকায় রেললাইনের পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাজমুল (১৪) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের আল আমিনের ছেলে ও খাদাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কিশোরের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে ওই কিশোরকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় পরের দিন শনিবার নওগাঁর বদলগাছি  থানায় অপহরণের একটি মামলা করেন নাজমুলের বাবা। অপহরণের চার দিন পর আজ বুধবার সকালে আক্কেলপুরের কেচের মোড় এলাকায় রেল লাইনের পাশে ডোবাতে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। ঘটনাস্থল রেললাইন এলাকা হওয়ায় আক্কেলপুর থানা পুলিশ এ ব্যাপারে বগুড়ার সান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নাজমুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।