জয়পুরহাটে ভাইকে হত্যায় দুই ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
জয়পুরহাটের আক্কেলপুরে ভাইকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি। ছবি : এনটিভি

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত ও গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে আক্কেলপুরের চাঞ্চল্যকর আবু তাহের ওরফে জাহের হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ি গ্রামের সেকেন্দার, শহিদুল ও উলিপুর গ্রামের বাবু মিয়া।

মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত ও গাছ কাটা নিয়ে আবু তাহেরের (জাহের) সঙ্গে তার আপন দুই ভাই সেকেন্দার ও শহিদুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২০০৭ সালের ১ মার্চ রাতের খাওয়া দাওয়ার পর আবু তাহের তার স্ত্রী ও ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরিকল্পিতভাবে ওই দিন মধ্যরাতে আসামিরা তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্ত্রী ও ছেলেকে বেঁধে রেখে আবু তাহেরকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় পরের দিন ২ মার্চ নিহতের শ্বশুর আশরাফ আলী মণ্ডল বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে একই বছরের ২৩ মে ঘটনার তদন্ত শেষে আক্কেলপুর থানার তৎকালীন এসআই আনছারি জিন্নাত ও মোজাফ্ফর হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আজ বৃহস্পতিবার আদালত এ রায় দেন।