জয়পুরহাটে করোনার ঊর্ধ্বগতি, বিধিনিষেধেও কমছে না হাটবাজারে ভিড়
গত ২৪ ঘণ্টায় সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট ১৯১ জনের নমুনা পরীক্ষা (শুধু অ্যান্টিজেন টেস্ট) করে এ ফলাফল পাওয়া যায়। শনাক্তের হার ২১ দশমিক ৯ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় (৮ জুন) ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার রাতে করোনার সর্বশেষ এ তথ্য জানা গেছে।
এদিকে করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে জয়পুরহাটে পৌরসভাসহ সদর উপজেলা এবং পাঁচবিবি পৌর এলাকায় গত সোমবার থেকে নতুন বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। বিধিনিষেধ অনুযায়ী, দু্ই উপজেলার উল্লিখিত এলাকায় প্রতিদিন বিকাল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান, গণপরিবহণসহ আগামী ১৪ জুন পর্যন্ত সব গরুর হাট বন্ধ থাকবে। বলে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।
তবে এই নির্দেশনার পরও নিয়ন্ত্রিত হয়নি হাটবাজারে জনসমাগম। এ ছাড়া শতভাগ মাস্ক পরাও নিশ্চিত হয়নি।