ঝালকাঠিতে অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান, জরিমানা
ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বিপুল ভেজাল আইসক্রিম জব্দ ও কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত আইসক্রিমগুলো সুগন্ধা নদীতে ফেলে দেওয়া হয়।
ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস জানান, নলছিটির লঞ্চঘাট এলাকায় বিএসটিআইয়ের অনুমতি ছাড়াই রুস্তুম আলী তালুকদার নামে এক ব্যক্তি ‘নিউ সুপার টেস্টি আইসবার’ নামে একটি অবৈধ আইসক্রিম তৈরির কারখানা চালু করেন। সেখানে তিনি ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে নোংরা পরিবেশে ভেজাল আইসক্রিম তৈরি করেন।
এসব আইসক্রিম তিনি খুলনার একটি কারখানার লেভেলে ভরে বাজারে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ কারখানায় অভিযান চালিয়ে ভেজাল আইসক্রিম জব্দ করে নদীতে ফেলে দেয়। এ সময় কারখানার মালিক রুস্তুম আলী তালুকদারকে ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
ইন্দ্রানি দাস আরও জানান, পরবর্তীতে বিএসটিআইয়ের অনুমতি নিয়ে বিশুদ্ধভাবে আইসক্রিম তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।