ঝালকাঠিতে করোনার উপসর্গে দুজনের মৃত্যু

Looks like you've blocked notifications!

ঝালকাঠিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জামাল উদ্দিন হাওলাদার (৬০) ও শাখাওয়াত হোসেন মোল্লা (৫০) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় নলছিটি উপজেলার রায়পুর গ্রামে নিজ বাড়িতে মৃত্যু হয় জামাল উদ্দিনের। অন্যদিকে, গতকাল সোমবার দুপুরে শহরের খেয়াঘাট এলাকায় নিজ বাড়িতে মৃত্যু হয় শাখাওয়াত হোসেনের।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক শাহিন জানান, এক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট, জ্বর ও সর্দিতে ভুগছিলেন জামাল উদ্দিন হাওলাদার। বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছেন তিনি। পরে আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারকে জানানোর পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে করোনার উপসর্গ নিয়ে গতকাল সোমবার দুপুরে শাখাওয়াত হোসেন মোল্লার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শহরের খেয়াঘাট এলাকার বাসায় বুকে ব্যথা নিয়ে তিনি মারা যান।

করোনার উপসর্গ থাকায় শাখাওয়াত হোসেনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।