ঝালকাঠিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের বাধা

Looks like you've blocked notifications!
ঝালকাঠিতে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের বাধা। ছবি : এনটিভি

কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে ঝালকাঠিতে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে শহরের একটি কনভেনশন সেন্টারে জেলা ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে। এদিকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য মনিরুল ইসলাম নুপুর, সরদার এনামুল হক এলিন ও শামীম তালুকদার।

জেলা ছাত্রদলের সভাপতি মো. আরিফুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ ছাত্রদল নেতারা।

এদিকে অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

এ সময় বক্তারা বলেন, সারা দেশে দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।