ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

Looks like you've blocked notifications!
ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত মনির হাওলাদারের মরদেহ। ছবি : এনটিভি

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মনির হাওলাদার (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার সকালে সদর উপজেলার গাভারাচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ফোরকান হাওলাদারের সঙ্গে কৃষি জমি নিয়ে মনির হাওলাদারের বিরোধ চলছিল। আজ সকালে ওই জমিতে রোপণ করা বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করতে যান মনির। এ সময় প্রতিপক্ষ ফোরকান হাওলাদারের নেতৃত্বে সাহাজউদ্দিন, সিদ্দিক হাওলাদার তাদের লোকজন মিলে কৃষক মনির হাওলাদারের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।