ঝালকাঠিতে তেলবাহী লরিচাপায় স্কুলছাত্র নিহত
ঝালকাঠিতে তেলবাহী লরির চাপায় আরমান হোসেন আনান (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের জেলেপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান কুতুবনগর এলাকার ইসমাইল হোসেন সোহাগের ছেলে। সে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে বের হয়ে বাইসাইকেল নিয়ে বন্ধু সানমুনের (১২) সঙ্গে শহরের মিনি পার্ক এলাকায় ঘুরতে আসে আনান। সকাল ১১টার দিকে দুজনে জেলেপাড়া সড়ক দিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি তেলবাহী লরি তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয় তাঁর বন্ধু সানমুন।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, তেলবাহী লরিটি আটক করা হয়েছে। চালক ঘটনার পরই পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।