ঝালকাঠিতে নৌকার কার্যালয়ে আগুন, আ.লীগ নেতাসহ প্রেপ্তার ৪
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ফিরোজসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে শহরের পুরাতন পোস্টঅফিস এলাকা থেকে তাদের প্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক আওয়ামী লীগনেতা গোলাম মোস্তফা ফিরোজ, যুবলীগকর্মী মো. মামুন ওরফে সি এন এন মামুন, আবদুর রহমান ও মো. সুমন। এ ছাড়া ফিরোজ ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী জাকিয়া সীমার স্বামী।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, গতকাল রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালতলা রাস্তার মোড়ে নৌকা প্রতীকের একটি নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এতে আসবাপত্র ও নৌকা প্রতীকের পোস্টার পুড়ে যায়। এ ঘটনায় নৌকা প্রতীকের সমর্থক বাবু তালুকদার বাদী হয়ে গতকাল রাতে নলছিটি থানায় ২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ফিরোজসহ চারজনকে গ্রেপ্তার করে।