ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার পেল ৩০০ শ্রমিক
ঝালকাঠিতে করোনায় কর্মহীন ও ক্ষতিগ্রস্ত ৩০০ অটোরিকশাচালকের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় জেলার সার্কিট হাউস চত্বরে শ্রমিকদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে বিতরণকৃত এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও তেল। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম। খাদ্যসামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা এবং শ্রমিক নেতৃবৃন্দ।