ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রিকশা বিতরণ

ঝালকাঠিতে অসহায়দের মাধ্যে রিকশা বিতরণ করছে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন। ছবি : এনটিভি
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে করোনায় অসহায় হয়ে পড়া দরিদ্রদের মধ্যে ১০টি রিকশা বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের বান্ধাঘাটা এলাকায় এসব রিকশা হস্তান্তর করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন জানান, করোনায় গরিব মানুষের অনাহারে দিন কাটছে। অনেকে আয় হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। তাদের সহায়তার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবক দল।
শফিকুল ইসলাম লিটন আরও জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জীবা আমিনা আল গাজীর সহায়তায় স্বেচ্ছাসেবক দলের নেতারা ১০টি রিকশা কিনে দরিদ্র্য ১০ জনকে দেওয়া হয়েছে। যারে ফলে তারা অন্ততকাজ করার সুযোগ পাবে।