ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যসহ নিহত ২
ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেল ও গ্যাস সিলিন্ডার বহনকারী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাবেক সেনা সদস্যসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার নৈকাঠি পালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার পূর্ব রাজাপুর এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে আলী হায়দার মহারাজ (৫০) ও আঙ্গারিয়া এলাকর মৃত নাজেম তালুকদারের ছেলে সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন শাহিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডার বোঝাই একটি কাভার্ডভ্যান মোংলা থেকে ছেড়ে এসে বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুই আরোহী পিরোজপুরে দিকে যাচ্ছিল। এসময় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যায়। দুর্ঘটনার পর থেকে প্রায় ঘণ্টাব্যাপী খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের পরিবারের কারও অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে। এ ঘটনায় গ্যাস সিলিন্ডার বহনকারী কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে।’