ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্বপন হোসেন নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ হোসেন খান জানান, মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন হোসেন গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন স্বপন। এ সময় তাঁর ভাই মিল্টন হোসেন এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। আহত মিল্টন হোসেনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য স্বপনের মরদেহ আজ সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোরশেদ হোসেন।
ওসি আরো জানান, কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা স্পষ্ট নয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।