ঝিনাইদহে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, খুলনা রেলবিচ্ছিন্ন

Looks like you've blocked notifications!
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সফদারপুর এলাকায় আজ রোববার রাতে খুলনাগামী একটি ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। ছবি : এনটিভি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় খুলনাগামী একটি ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে ঢাকা ও রাজশাহীসহ সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। 

 

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রাতে এনটিভি অনলাইনকে বলেন,  আজ রোববার রাত সোয়া ৮টার দিকে উপজেলার সাফদারপুর এলাকায় খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেস লাইনচ্যুত হয়।

ট্রেনটি গোয়ালনন্দ থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। কোটচাঁদপুর স্টেশনের আগে সাফদারপুর এলাকার ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয় বলে জানান ওসি।

তবে কী কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে, তা নিয়ে কোটচাঁদপুর স্টেশনের কোনো কর্মকর্তা কথা বলতে চাননি।

এ ব্যাপারে পশ্চিম জোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ট্রেনের ইঞ্জিন ও লাগেজ ভ্যানের চাকা লাইচ্যুত হয়েছে। এতে খুলনা থেকে রাজশাহী ও ঢাকাগামীসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।