ঝিনাইদহে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/16/uo02xoxx.jpg)
ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. ওয়াজিউল্লাহ (৫৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঝিনাইদহের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মৃত্যু হয় তাঁর।
ওয়াজিউল্লাহ জেলা শহরের চানপাড়া গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। তিনি সোনালী ব্যাংক গাড়াগঞ্জ শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।
এর আগে দুপুর ১২ টার দিকে নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ ধরা পড়ে তাঁর। পরে দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপপরিচালক আবদুল হামিদ জানান, ইসলামিক ফাউন্ডেশন গঠিত দাফন কমিটির সদস্যরা ওয়াজিউল্লাহর জানাজা ও দাফনকাজ সম্পন্ন করেছেন। আজ পর্যন্ত মোট ২৫টি মরদেহ দাফন সম্পন্ন করেছেন দাফন কমিটির সদস্যরা।