ঝিনাইদহে কুকুরের কামড়ে আহত ৩৬
ঝিনাইদহের কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩৬ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা শহরের নীমতলা, কাশিপুর, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, উপজেলা শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ কয়েকটি কুকুর ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সময় শহরের নীমতলা, কাশিপুর, নতুন বাজারসহ আশপাশের এলাকায় রাস্তায় ও দোকানে বসে থাকা অবস্থায় মানুষকে কামড়িয়ে আহত করে।
নিমতলা বাসস্ট্যান্ডের ভুক্তভোগী শাহরিয়ার আলম সোহাগ বলেন, ‘বাসা থেকে বের হয়ে শহরের দিকে যাওয়ার সময় পাশ দিয়ে চলা এক কুকুর আমার বাম পা কামড়ে ধরে। এ অবস্থায় আমি মাটিতে পড়ে যাই। ডান পা দিয়ে লাথি মারার পর কুকুরটি আমাকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। এরই মধ্যে কুকুরের ৩টি দাঁত আমার পায়ে বসে যায়।’
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর রহমান বলেন, ‘হাসপাতালে আসা রোগীদের শরীরে কুকুরে কামড়ানোর ক্ষত রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চিকিৎসা নেওয়া কারও অবস্থা আশংকাজনক নয়। পৌরসভার মেয়র আশরাফুল আলম আহতদের চিকিৎসায় হাসপাতাল পরিদর্শন করেছেন।’