ঝিনাইদহে পারিবারিক কবরস্থানে চিরশায়িত অমিত হাবিব
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামে পারিবারিক কবরস্থানে দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার রাতে মরদেহ দাফন সম্পন্ন হয়।
আজ রাত ৮টার দিকে নিজ গ্রামের খোন্দকার বাড়ির আঙিনায় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জানাজায় অংশ নেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটন, এলাকার চেয়ারম্যান সেলিম রেজাসহ গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে আজ বিকেল ৫টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে মরহুমের মরদেহ এসে পৌঁছায়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজা, স্থানীয় সাংবাদিক, পুলিশ বিভাগের কর্মকর্তারা শেষবারের মতো মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সেখানে আরেক দফায় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর অমিত হাবিবের মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ গ্রামের বাড়ি জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামে। মরহুমের তিন ভাই। তিনি ছিলেন সবার বড়।
দেশের স্বনামধন্য সাংবাদিক অমিত হাবিবের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ নাসিম আনসারীসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন।