ঝিনাইদহে পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার ২৬

Looks like you've blocked notifications!
পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ার সময় আজ শনিবার সকালে মহেশপুরের দুটি সীমান্ত থেকে ২৬ জনকে গ্রেপ্তার করে বিজিবি। ছবি : এনটিভি

ঝিনাইদহের মহেশপুরে পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ার জন্য সীমান্ত পার হওয়ার সময় ২৬ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে পৃথক অভিযানে মহেশপুর উপজেলার দুটি সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরে সোনাইডাংগা গ্রামের প্রাইমারি স্কুলের সামনে থেকে চারজন পুরুষ, পাঁচজন নারী ও চার শিশুসহ ১৩ জনকে গ্রেপ্তার করে বিজিবি। সবাই বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল।

অন্যদিকে, ভোর ৪টার দিকে উপজেলার রুলি গ্রামের মোমিনতলা থেকে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিন শিশুসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরাও অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি খুলনা, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, কক্সবাজার, বাগেরহাট ও যশোর জেলায়।’

তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।