ঝিনাইদহে প্রাইভেটকারের চাপায় শ্রমিক নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের চাপায় জিয়া ইসলাম (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের মল্লিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাস্তার পাশে গাছ কাটার কাজ করছিলেন চার শ্রমিক। হঠাৎ কালীগঞ্জ থেকে যশোরগামী একটি দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চার শ্রমিককে চাপা দিয়ে পাশের একটি ফসলের মাঠে ছিটকে পড়ে। এ সময় গুরুত্বর আহত চারজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শ্রমিক জিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।
বারো বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, স্নেহ নামে অপ্রাপ্তবয়স্ক একজন তার বন্ধু সোয়াদকে নিয়ে প্রাইভেটকারটি চালাচ্ছিল বলে জানা গেছে। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।