ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী’ গুলিবিদ্ধ

Looks like you've blocked notifications!
গতকাল বুধবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে আহত মনির হোসেন। ছবি : এনটিভি

ঝিনাইদহের সীমান্ত উপজেলা মহেশপুরে কথিত বন্দুকযুদ্ধে মনির হোসেন (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার যুগিহুদা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, আহত মনির একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে বলেও দাবি পুলিশের।

মনির হোসেন উপজেলার ঘুগরি-পান্তাপাড়া গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামানের ভাষ্যমতে, প্রতিবেশী দেশ থেকে মাদকের একটি চালান আসছে—এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের রাস্তায় অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে গুলি চালালে মনির হোসেন আহত হন। এ সময় আহত অবস্থায় আটক করা হয় মনিরকে।

এসপি হাসানুজ্জামানের দাবি, ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মনিরকে প্রথমে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোরের দিকে ঝিনাইদহের ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এসপি আরো দাবি করেন, মনির শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তাঁর বিরুদ্ধে অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে।