ঝিনাইদহ পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর জিপ আটক, লাঠিসোটা জব্দ
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের জিপ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ লাঠিসোটা। আটক করা হয়েছে জিপচালককে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী ও মো. শরিফুল হক বিজিবিসহ স্বতন্ত্র মেয়র প্রার্থী হিজলের একটি জিপ তল্লাশি করেন। এ সময় জিপের পেছনে সিটের নিচে বিপুল সংখ্যক বিশেষভাবে তৈরি কাঠের লাঠি দেখতে পান। সেগুলো উদ্ধার করেন তাঁরা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাড়িটি জব্দ করা হয়। আটক করা হয় জিপচালক আকমলকে।
এর আগে আরাপপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিজল সমাবেশ করার সময় বিজিবি লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী বলেন, ‘প্রচার প্রচারণার সময়সীমা শেষ হওয়ার পরেও সড়ক অবরোধ করে সমাবেশ করায় লাঠিচার্জ করা হয়েছে। এ সময় স্বতন্ত্র প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন।’
জেলা নির্বাচনী কর্মকর্তা সূত্রে জানা গেছে, রোববার (১১ সেপ্টেম্বর) পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই শুক্রবার মধ্যরাত থেকে সকল প্রকার প্রচার প্রচারণা শেষ হয়। নির্বাচন শান্তিপূর্ণ করতে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পাঁচ প্লাটুন বিজিবি শুক্রবার রাত ৯টার পরে মাঠে নামানো হয়। পাড়া মহল্লায় টহল দিচ্ছেন তারা। নির্বাচনে ৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের পাশাপাশি অতিরিক্ত ৪৭ জন নির্বাচন কর্মকর্তা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীসহ মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৬৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১ সেপ্টেম্বর রোববার সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।