ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে ভারতের হাবাসপুর এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে আবদুর রহিম (৫০) নামের এক রাখাল নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৪টার দিকে ওই এলাকার ৬০ নম্বর মেইন পিলারের পাশে তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে জানা যায়।
নিহত আবদুর রহিম মহেশপুর উপজেলার বাউলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক হয়। সেখানে এ খবর জানায় বিএসএফ।
মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, আজ ভোরের দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে আবদুর রহিম ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে ভারতের হাবাসপুর এলাকার ৬০ নম্বর মেইন পিলারের কাছে পৌঁছালে বিএসএফ গুলি চালালে আবদুর রহিম নিহত হন।
লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান আরো বলেন, ‘অনানুষ্ঠানিক বৈঠকে আমরা নিহতের ছবি দেখে নিশ্চিত হয়েছি এটা বাংলাদেশি আবদুর রহিমের মরদেহ।’
স্থানীয় একটি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাঁকে গুলি করে হত্যা করে।
আগামীকাল সোমবার বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হতে পারে বলে জানায় বিজিবি।