টাকার বান্ডেলের ওপর ঘুম, সেই এসআই প্রত্যাহার

Looks like you've blocked notifications!
টাকার বান্ডেলের ওপর ঘুমিয়ে থাকা নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের এসআই আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। ছবি : সংগৃহীত

টাকার বান্ডেলের ওপর ঘুমিয়ে থাকা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার জেলা পুলিশের ডিবি শাখা থেকে প্রত্যাহার করে তাঁকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-১) মমিনুল ইসলাম জানান, প্রশাসনিক কারণে আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জে জেলা ডিবি পুলিশের এক কর্মকর্তার টাকার বান্ডেলের ওপর ঘুমিয়ে থাকার একটি ছবি গত ৬ নভেম্বর সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ফেসবুকের ওই পোস্টে দেখা যায়, একজন লোক একটি গাড়ির সিটের ওপর টাকার বান্ডেলের ওপর ঘুমিয়ে আছেন।

ছবিটি নিজের বলে স্বীকার করে ডিবির এসআই মো. আরিফ বলেন, ‘এ ছবিটা ৪ থেকে ৫ মাস আগের। আমার মা অসুস্থ ছিল। আমি আমার এক বন্ধুর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। মায়ের অসুস্থতার টেনশনে ইচ্ছা না থাকা সত্ত্বেও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম। হয়তো ওইসময় কেউ ছবিটা তুলেছে।’

‘তাছাড়া প্রায় তিন মাস আগে এ গাড়িটা ব্যবহার করা হয়। এ ছবি কোন এলাকায় সেটাও এখন আর মনে নেই। আমার মনে হয় কেউ তার স্বার্থ হাসিলের জন্যই এ কাজটি করেছে,’ বলে দাবি করেন এসআই আরিফুর রহমান।