টাঙ্গাইলে একাধিক কার্যালয়ে র‌্যাবের অভিযান, ২৭ দালালের দণ্ড

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলে আজ রোববার র‍্যাবের অভিযানে গ্রেপ্তারকৃতরা। ছবি : এনটিভি

টাঙ্গাইল সদর হাসপাতাল, পাসপোর্ট ও বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ দালাল চক্রের ২৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রোববার দুপুরে র‌্যাব-১২ সিপিসি তিন নম্বর কোম্পানি এ অভিযান চালায়।

র‌্যাব-১২ সিপিসি তিন নম্বর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের একাধিক কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ১২ জন, পাসপোর্ট কার্যালয় থেকে আটজন ও বিআরটিএ কার্যালয় থেকে সাতজনসহ মোট ২৭ দালালকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টাঙ্গাইলের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মাসুম প্রধান তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগা এলাকার বাসিন্দা আল মামুন (৩২), গোপালপুর উপজেলার খররিয়া গ্রামের আব্দুল বারী (৪০), সদর উপজেলার কাগমারা গ্রামের মামুন (২৯), দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের মো. ইয়ামিন (৩৫), টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার তোফাজ্জল (৩৭), ঘাটাইল উপজেলার ভদ্রবাড়ি এলাকার আ. হাই (৫০), টাঙ্গাইল পৌরসভা এলাকার সাবালিয়ার আ. ছামাদ (৪৭), পাড় দিঘলিয়া এলাকার মামুন মিয়া (৪৪), সদর উপজেলার চৌবাড়ীয়া এলাকার আমিনুল ইসলাম (৩৫), নাগরপুর উপজেলার আটপাড়া এলাকার বুদ্দু মিয়া (৩৫), সদর উপজেলার এনায়েতপুর এলাকার তুষার পাল (৩২), করটিয়া বাসিন্দা মোসা. জোসনা খাতুন (৪০), গোপালপুর উপজেলার বেতবাড়ি গ্রামের শরিফুল ইসলাম (২২), সদর উপজেলার ফতেপুর গ্রামের সাজ্জাদ হোসেন (২৭), মিরপুর এলাকার আবুল হোসেন (৪৬), কলেজপাড়া এলাকার সম্রাট মিয়া (২৭), সদর উপজেলার এনায়েতপুর এলাকার আশরাফুল (৩২), হাজরা ঘাট এলাকার রনি (৩২), কালিহাতী উপজেলার খালেক (৫০), মির্জাপুরের শহিদুল ইসলাম (৩৪), মির্জাপুর উপজেলার আড়াইপাড়া গ্রামের আজিজ (৩৮), কালিহাতী উপজেলার দেওয়ান মেহেদী হাসান (৪০), শহরের সাবালিয়া এলাকার মোস্তাফিজুর রহমান (৪৩), ইছাপুর এলাকার কামরুল হাসান সাগর (৩০), কাগমারা এলাকার রুবেল মিয়া (৩৩), দিঘুলিয়া এলাকার রায়হান (৩৯) এবং সিটকিবাড়ি এলাকার শফিকুল ইসলাম (২৯)।