টাঙ্গাইলে করোনা ইউনিটে আরও সাত জনের মৃত্যু

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয়। ছবি : এনটিভি

টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আজ শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জনের করোনা শনাক্ত করা হয়েছিল। অন্য চার জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে টাঙ্গাইলে করোনায় ও উপসর্গে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থা করোনায় তিন জন এবং উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় এক দিনে নতুন করে আরও ২৩৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪৪ শতাংশ।