টাঙ্গাইলে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

Looks like you've blocked notifications!
বিদ্যুৎস্পৃষ্টের প্রতীকী ছবি।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের ছেলে অনিক (১৪) গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার অভিরামপুর গ্রামের শাজাহান মিয়া (৩৬) ও তাঁর স্ত্রী এলেনা বেগম (৩০)।

মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম সিকদার বলেন, 'শাজাহান মিয়ার ছেলে অনিক আজ সকালে মহিষ তাড়ানোর জন্য বাড়ির পাশের ক্ষেতে যায়। ক্ষেতের পাশে বিদ্যুতের তার ঝুলে ছিল। ওই সময় বৃষ্টির মধ্যে বিদ্যুতের তারে অনিক জড়িয়ে যায়। তার চিৎকারে বাবা-মা এগিয়ে এসে বাঁশের লাঠি দিয়ে ছেলেকে বাঁচাতে পারলেও স্বামী-স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামী ও স্ত্রী মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।'

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, 'এ ব্যাপারে অপমৃত্যুর অভিযোগ হয়েছে। লাশ পরিবার বুঝিয়ে নিয়ে দাফন কাজ সম্পন্ন করেছে।'