টাঙ্গাইলে দুই উপজেলার বাঁধ ও সড়ক ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলের কালিহাতী ও বাসাইল উপজেলায় বাঁধ ও সড়ক ভেঙে প্রায় ২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি : এনটিভি

টাঙ্গাইলের কালিহাতী ও বাসাইল উপজেলায় বাঁধ ও সড়ক ভেঙে প্রায় ২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া সড়কপথে যাতায়াতও বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। গত দুদিনে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকার বাঁধ এবং বাসাইল উপজেলার বালিনা উত্তরপাড়া এলাকার সড়কটি ভেঙে যায়।

স্থানীয়রা জানান, দুদিন ধরে বাসাইল উপজেলার বালিনা উত্তরপাড়া এলাকার সড়কটির ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পরে অতিরিক্ত স্রোতের কারণে সড়কটি ভেঙে যায়।

এ ছাড়া গতকাল রোববার সকালে আন্ধিরাপাড়ায় আরও তিনটি স্থানে সড়ক ভেঙে যায়।

দুদিনে প্রবল বেগে পানি প্রবেশ করে উপজেলার বালিনা, আন্ধিরাপাড়া, আদাজান, কাঞ্চনপুর ও কোদালিয়াপাড়াসহ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় সড়ক দিয়ে যাতায়াতও বন্ধ রয়েছে। ফলে কয়েকটি গ্রামের মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প হিসেবে মানুষ নৌকা দিয়ে যাতায়াত করছে।

এদিকে, কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকার বাঁধটি ভেঙে গেছে। পানির অতিরিক্ত চাপের কারণে বাঁধটি ভেঙে যায়। এ কারণে উপজেলার আনালিয়াবাড়ী, ভাওয়াল, নরদৈ, গড়িয়া, হাবলা, দেওলাবাড়ীসহ ১০ থেকে ১২টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার সব নদীর পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকার ঘর-বাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। ফলে পানিবন্দি হয়ে পড়ছে মানুষ।