টাঙ্গাইলে নকল ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান, জরিমানা ১ লাখ

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলের ঘাটাইলে আজ রোববার একটি ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান। ছবি : এনটিভি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) নামের একটি নিবন্ধনহীন ওষুধ তৈরির কারখানার অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক জাহাঙ্গীর হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে ঘাটাইল উপজেলার বীরঘাটাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) প্রতিষ্ঠানের মালিককে নিবন্ধনহীন ওষুধ উৎপাদন করায় এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।