টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

Looks like you've blocked notifications!

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়েছেন। উপজেলার এলেঙ্গায় আজ বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নারী হলেন ধনবাড়ী উপজেলার গোবিন্দচর গ্রামের তোফায়েল আহমেদের স্ত্রী মরিয়ম আক্তার (২০) ও একই গ্রামের মৃত আবদুল হালিমের স্ত্রী উমেছা বেগম (৬০)। অন্যদিকে, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ি যাওয়ার সময় এলেঙ্গা রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী দুই নারীর মৃত্যু হয়। এ সময় আটোরিকশার চালকসহ তিনজন আহত হন।

নিহত দুজনের লাশ টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান মো. কামাল হোসেন।