টাঙ্গাইলে বিদ্যুতের তারে জড়িয়ে নৌকাডুবি, মা-ছেলেসহ ৫ যাত্রীর মৃত্যু

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এই বিলে নৌকার পাঁচ যাত্রী মারা যান। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় মা ও ছেলেসহ নৌকার পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তাঁর ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বৌ (৩২) ও উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল। গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এ সময় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।’

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা (অপারেশন) শফিকুর রহমান পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।