টাঙ্গাইলে বেড়েই চলেছে যমুনা নদীর পানি
টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি টাঙ্গাইলের পোড়াবাড়ী অংশে ছয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়াও ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদী তীরবর্তী টাঙ্গাঈল সদর, কালিহাতি, নাগনপুর, ভুঁইয়াপুর ও বাসাইল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এদিকে, বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব। বেশ কয়েকদিন পানিবন্দি থাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ।
জেলার কালিহাতি উপজেলার বন্যা দুর্গতদের অভিযোগ সরকারি বা বেসরকারি কোনো জায়গা থেকেই সাহায্য না পাওয়ার অভিযোগ করেছে জেলার কালিহাতি উপজেলার বন্যা দুর্গতরা।