টাঙ্গাইলে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড

Looks like you've blocked notifications!
টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন। ছবি : এনটিভি

টাঙ্গাইলে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃস্পতিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাওদ হাসান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল কাদের, মো. চান খাঁ, আবুল, রূপচান, ওয়াজেদ ও সহিদ। এদের সবার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার রশিদপুর গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস আকবর খান জানান, ১৯৯৮ সালের ২২ নভেম্বর রশিদপুর গ্রামের বাহাদুর খাঁকে রাতে পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে যায় আসামিদের একজন। সেখানে একটি ছনের ঘরে আসামিরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে বাহাদুরকে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কুদ্দুস খাঁ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।