টাঙ্গুয়ার হাওরে জাল ফেলে পর্যটকের লাশ উদ্ধার
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে ঢাকার সরকারি তিতুমীর কলেজের এক ছাত্র মারা গেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মাছ ধরার জাল ফেলে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত পর্যটকের নাম জাহিদ চৌধুরী (২৫)। তিনি ঢাকার ক্যান্টনমেন্ট সংলগ্ন মানিকদি এলাকার মৃত ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার জাহিদ চৌধুরীসহ ১১ জন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। হাওর ঘুরে টেকেরঘাটে নৌকা ভিড়িয়ে রাত আনুমানিক ১১টার দিকে খাবার খেয়ে যার যার মতো সময় কাটিয়ে ঘুমিয়ে পড়েন। আজ সকাল ৮টার দিকে সবাই ঘুম থেকে উঠে নাস্তা খেতে বসে খেয়াল করে জাহিদ চৌধুরী নেই। এরপর সবাই মিলে তাঁকে খুঁজতে শুরু করে। খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। পরে মাছ ধরার জাল দিয়ে বেলা ১১টার দিকে তার মৃতদেহ খুঁজে পায়।
ময়নাতদন্তের জন্য পুলিশ জাহিদ চৌধুরীর লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে পানিতে পড়ে জাহিদ চৌধুরী নিখোঁজ হয়। পরে সকালে আমরা মাছ ধরার জাল ফেলে তার লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’