টিকা নিতে লাইনে দাঁড়াতে বলায় হাসপাতালের কর্মীকে মারধরের অভিযোগ
নেত্রকোনার আটপাড়ায় নভেল করোনাভাইরাসের টিকা নিতে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে বলায় হাসপাতালের কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত নুরুল আমিনকে (৩২) আটক করে আজ বুধবার আদালতে পাঠিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গণটিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ।
আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল জানান, হাসপাতালে গতকাল সকাল থেকে করোনাভাইরাসের গণটিকা প্রদানের কাজ চলছিল। দুপুরে টিকা নিতে আসা মানুষদের প্রচণ্ড ভিড় দেখা দেয়। কিছু লোক বিশৃঙ্খলভাবে টিকা নেওয়ার চেষ্টা চালায়। এ সময় দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকসহ পুলিশ সদস্যেরা সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা নেওয়ার আহ্বান জানান। এ সময় পরিস্থিতি দেখে দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানোর কথা বলেন স্টোর কিপার মো. মির্জা আতাউর রহমান জুয়েল।
এ সময় নুরুল আমিন স্টোর কিপার মো. জুয়েলকে ‘তুই কে?’ বলে মারধর শুরু করেন। পরে উপস্থিত লোকজন ও পুলিশ সদস্যেরা ঘটনাস্থল থেকে নুরুল আমিনকে আটক করে।
ওসি আরও জানান, জুয়েল বাদী হয়ে সরকারি কাজে বাধাদানসহ মারধরের অভিযোগ এনে থানায় মামলা করেছেন। আজ বুধবার সকালে অভিযুক্ত আটক নুরুল আমিনকে নেত্রকোনা বিচারিক আদালতে সোপর্দ করা হয়।