টিটিই শফিকুলকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হবে : রেলমন্ত্রী

Looks like you've blocked notifications!
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ফাইল ছবি

আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করার ঘটনায় ভ্রাম্যমাণ টিকেট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হবে। রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রেলমন্ত্রী বলেন, ‘টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হবে।’

নূরুল ইসলাম সুজন বলেন, ‘রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি, ওই টিটিই যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। সে কারণেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।’

রেলমন্ত্রী বলেন, ‘সরকার রেলসেবা বাড়াতে কাজ করছে। বিনা টিকেটের যাত্রী যদি আমার আত্মীয়ও হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। একইভাবে কোনো রেল-কর্মকর্তা যদি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন, তাঁকেও শাস্তি পেতে হবে।’

গত বুধবার রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের অভিযোগে জরিমানা করেন ওই ট্রেনের টিটিই মো. শফিকুল ইসলাম। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে ওই টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে গতকাল রেলমন্ত্রী গণমাধ্যমকে বলেছিলেন, ‘বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীরা আমার আত্মীয় নন। ওদের সঙ্গে আমার কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক নেই। আমার নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। ঘটনার সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই।’