টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তথ্য সচিবের শ্রদ্ধা

Looks like you've blocked notifications!
তথ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব খাজা মিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি : এনটিভি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব খাজা মিয়া। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তথ্য সচিব জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ আগস্টে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় তথ্য সচিবের সহধর্মিণী শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, ২ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা শেখ মো. ইব্রাহিম, গোপালগঞ্জ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) মিলন সাহা, ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর তথ্য সচিব বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরে তথ্য সচিব জেলা তথ্য অফিস পরিদর্শন করে কর্মকর্তা ও কর্মচারীদের নিবেদিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের সদস্য খাজা মিয়া গত ৩০ নভেম্বর তথ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।