টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের আস্তানা থেকে তিন নির্মাণশ্রমিক উদ্ধার
কক্সবাজারের টেকনাফের গহীন অরণ্য থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত বাংলাদেশি তিন নির্মাণশ্রমিককে উদ্ধার করেছে র্যাব। আজ রোববার দুপুরে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব ১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
র্যাব জানায়, এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে অপহরণকারী দলের অন্তত ১৮ রোহিঙ্গা সন্ত্রাসী।
উদ্ধার হওয়া তিন নির্মাণশ্রমিক হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা আজিজুল ইসলাম (২৪), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আল আমিন (২৭) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মো. মুক্তার হোসেন মৃধা (২৭)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, নির্মাণকাজ দেওয়ার কথা বলে টেকনাফের হ্নীলা এলাকায় ডেকে এনে গত ২৪ সেপ্টেম্বর বিকেলে এই তিন বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। বিষয়টি র্যাবকে অবহিত করেন অপহৃত আজিজুল ইসলামের ভাই হাসান মো. সায়েম।
এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি আভিযানিক দল গতকাল শনিবার দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গভীর পাহাড়ে অভিযান চালায়। গভীর পাহাড়ে রাতে এবং আজ সকাল পর্যন্ত অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আস্তানা ছেড়ে পালিয়ে যায় অন্তত ১৮ রোহিঙ্গা সন্ত্রাসী। পরে গভীর পাহাড়ের ওই আস্তানা থেকে উদ্ধার করা হয় তিন নির্মাণশ্রমিককে।
র্যাব ১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আরও জানান, এ ব্যাপারে ভিকটিম আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেছেন। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।