টেকনাফে ৮ লাখ ইয়াবাসহ আটক ৪

Looks like you've blocked notifications!
শুক্রবার ভোরে আট লাখ ইয়াবা ও ছয়টি অস্ত্রসহ আটক চারজনের তিনজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ছবি : এনটিভি

কক্সবাজারের টেকনাফে র‍্যাব অভিযান চালিয়ে আট লাখ পিস ইয়াবা ও ছয়টি অস্ত্রসহ চারজনকে আটক করেছে। র‍্যাবের দাবি, তারা তালিকাভুক্ত মাদক কারবারি এবং সন্ত্রাসী।

র‍্যাব জানায়, আজ শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি নুর হাফেজ, ছৈয়দ আলম ওরফে কালু, ছৈয়দ নুর ও মোহাম্মদ সোহেলকে আটক করা হয়। পরে আটকদের স্বীকারোক্তিতে তল্লাশি চালিয়ে আট লাখ ১০ হাজার ইয়াবা, ছয়টি অস্ত্র ও ৭০টি গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রমের ওপর নজর রাখার পর শুক্রবার ভোররাতে তাদের এসব অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়। তাদের মধ্যে নুর হাফেজ ইয়াবা গডফাদার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাদের কাছ থেকে মোট আট লাখ ১০ পিস ইয়াবা, ছয়টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।’

অভিযানে সরাসরি অংশ নেওয়া র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, ‘গ্রেপ্তার চারজনের মধ্যে নুর হাফেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবার গডফাদার ও মাদক ব্যবসায়ী। সে রোহিঙ্গা আবদুল হাকিম ডাকাতের সেকেন্ড-ইন-কমান্ড। হাকিম ডাকাত নুর হাফেজের মাধ্যমে বাংলাদেশে ইয়াবা ব্যবসা করে আসছে।’

লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, ‘মিয়ানমার থেকে ইয়াবাগুলো নিয়ে আসা হয়েছে শুক্রবার ভোররাতে। এগুলো রিসিভ করে নিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়েছে। তাদের কাছে দুটি বিদেশি পিস্তলসহ ছয়টি অস্ত্র ও ৭০টি গুলি পাওয়া গেছে।’

এটি র‌্যাব-৭-এর চলতি বছরের সবচেয়ে বড় অভিযান বলে জানান তিনি।