ট্যাঙ্কার বিস্ফোরণে দগ্ধ ৫ জনেরই মৃত্যু

Looks like you've blocked notifications!
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে দগ্ধ পাঁচজন মারা গেছেন। আজ মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে তারা মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এই পাঁচজনই চিকিৎসাধীন ছিলেন। গত ১২ নভেম্বর ঝালকাঠিতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, ‘আজ মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শহিদ তালুকদার (৪০), মেহেদী হাসান (২৮), মো. রিপন সিকদার (৪০), মো. রনি (২৭) ও আশিকুর রহমান (২৫) মারা যান। তাদের সবার শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল।’

ওই দুর্ঘটনায় ইমাম উদ্দিন (৩২) ও রুবেল (৩৮) নামের আরও দুজন দগ্ধ হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।