ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্রসহ ৩ বরযাত্রী নিহত
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রসহ তিন বরযাত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে মহেশপুর-যাদবপুর সড়কের নাটিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহেশপুর উপজেলার আলীপুর গ্রামের জয়নালের ছেলে স্কুলছাত্র সাব্বির (১৫) পুরন্দপুর গ্রামের রাজু (৩০) এবং দর্শনার মো. নজরুল ইসলাম (৩৪)। এর মধ্যে নিহত সাব্বির ১০ম শ্রেণির ছাত্র এবং নজরুল ইসলাম বরের ভগ্নিপতি বলে জানা গেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, বরযাত্রীর বহরে মোটরসাইকেলের আরোহী ছিলেন ওই তিনজন। মহেশপুর উপজেলার আলীপুর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে চারটি মাইক্রোবাস এবং সাত থেকে আটটি মোটরসাইকেল নাটিমা-শ্রামপুর গ্রামে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মাটিভর্তি ট্রাক্টরের সঙ্গে ওই তিন বরযাত্রীবাহী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।