ট্রেনের শিডিউল বিপর্যয় শিগগিরই বন্ধ হবে : রেলমন্ত্রী
রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘ট্রেনের শিডিউল বিপর্যয় শিগরিরই বন্ধ হচ্ছে। তবে, এখনও অনেক স্থানে ব্রডগেজ লাইন তৈরি না হওয়ায় সাময়িক সমস্যা হচ্ছে।’ এ ছাড়া পর্যায়ক্রমে সারা দেশে অবৈধভাবে দখল করা রেলের সম্পত্তিগুলো উদ্ধার করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। আজ শনিবার সকালে ফেনী রেলওয়ে স্টেশনের প্ল্যাটর্ফম উন্নয়ন কাজ উদ্বোধনসহ সংক্ষিপ্ত সমাবেশে রেলমন্ত্রী এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সারা দেশের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। এ ছাড়া আগামীতে রেলওয়ে মিটার গেজ লাইন থাকবে না, এবং শিগগিরই ঢাকা-চট্টগ্রামের পুরো রেলপথ ব্রডগেজ লাইন হয়ে যাবে। এরই ধারাবাহিকতায় আজ লাকসাম থেকে কুমিল্লার ২৩ কিলোমিটার ব্রডগেজ লাইনের উদ্বোধন হবে।’
রেলমন্ত্রী আরও বলেন, ব্রডগেজ লাইন স্থাপনের ফলে, আগে যে ট্রেন ঘণ্টায় ৭০/৮০ কিলোমিটারে বেগে চলত, সে ট্রেন এখন ১২০ কিলোমিটারের বেশি বেগে চলবে। এতে বন্ধ হবে রেলপথে শিডিউল বিপর্যয়।’
ফেনী-বিলোনিয়া রেল লাইনের কথা উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ‘এটি সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে। আশা করছি, সে কাজটিও দ্রুত সময়ে শুরু হবে। পরে মন্ত্রী ফেনী রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচু করা, স্টেশন ভবন রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজ উদ্বোধন করেন।