ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, আহত মেয়ে

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মারা গেছে মা ও ছেলে। ছবি : এনটিভি

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর স্কুলপড়ুয়া মেয়ে আহত হয়। আজ শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান। 

মৃত দুজন হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দাপুনিয়া কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৮) ও তাঁর ছেলে সানি (৩)।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, দুদিন আগে ইয়াসমিন আক্তার তাঁর ছেলে সানি ও স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে নগরীর কেওয়াটখালি এলাকায় বাবার বাড়ি বেড়াতে যান। সেখান থেকে আজ নিজের বাড়িতে ফেরার পথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার কেবি হাইস্কুলের পাশের রেললাইনে ট্রেনে কাটা পড়ে ইয়াসমিন ও তাঁর ছেলে সানি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় তাঁর মেয়ে স্কুলছাত্রী সুপ্তি (১৩)।

স্থানীয়রা আহত সুপ্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে।

মা ও ছেলের মরদেহ রেলস্টেশন মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই হাফিজুর।