টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালালেন চুরির মামলার আসামি

Looks like you've blocked notifications!
গুলশান থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান থানা থেকে চুরির মামলায় গ্রেপ্তার হওয়া খাদিজা আক্তার নামের এক আসামি পালিয়ে গেছেন। গত শনিবার রাতে টয়লেটে যাওয়ার কথা বলে তিনি পালিয়ে যান বলে জানা গেছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘খাদিজাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাঁকে ধরতে অভিযান চলছে। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে গত ২৩ আগস্ট থানায় একটি মামলা করা হয়। পরে গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে খাদিজাকে গ্রেপ্তার করা হয়। সেসময় তাঁকে কাছ থেকে চুরি হওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।’

আবুল হাসান আরও বলেন, ‘শনিবার রাতে টয়লেটে যাওয়ার কথা বলে বের হন খাদিজা। তখন থানা ভবনের বাইরের একটি টয়লেটে তাঁকে নিয়ে যান একজন নারী পুলিশ সদস্য। পরে তিনি ওই টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান।’

থানা সূত্রে জানা গেছে, গুলশান-২ এলাকার একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন খাদিজা আক্তার। অসুস্থতার কথা বলে ১৭ আগস্ট তিনি চলে যান। ওই দিনই বাসার আলমারির ড্রয়ার খুলে দেখা যায়, সেখানে থাকা চার ভরি চার আনার স্বর্ণালঙ্কার নেই। আরেকটি ড্রয়ারে থাকা এক লাখ ৭৫ হাজার টাকাও পাওয়া যায়নি। পরে গৃহকর্মী খাদিজা আক্তারকে সন্দেহ করা হয়।