ঠাকুরগাঁওয়ে অণ্ডকোষ চেপে ধরায় একজনের মৃত্যু, তরুণী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় অণ্ডকোষ চেপে ধরায় আবদুল লতিফ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার পদমপুর শালবাগান গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জবেদা বেগম (২০) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৃত লতিফ উপজেলার পদমপুর শালবাগান গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃত জবেদাও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল পদমপুর শালবাগান গ্রামের সফিয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধর সঙ্গে জবেদার ঝগড়া হয়। ওই সময় প্রতিবেশী লতিফ ঝগড়া থামাতে গেলে জবেদা লতিফের অণ্ডকোষ জোরে চেপে ধরেন। এরপরই মৃত্যু হয় লতিফের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবেদাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে জবেদার বিরুদ্ধে থানায় মামলা করা হয় এবং তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।